ধ্রুব রিপোর্ট
ইজিবাইক চালক শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার অন্যতম আসামি আলিফকে আটক করা হয়েছে।
রোববার গভীর রাতে র্যাব-৬ যশোরের সদস্যরা মাগুরা জেলা সদরের শিমুলিয়া এলাকা থেকে তাকে আটক করে। আটক আলিফ যশোর সদরের পাগলাদহ গ্রামের মাঠপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। ঝিনাইদহ র্যাবের সহযোগিতায় তাকে মাগুরা থেকে আটক করা হয়।
এর আগে শনিবার রাতে ডিবি পুলিশ আরও দুই আসামিকে আটক করেছিল।
শহিদুল ইসলাম শহীদ পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। তিনি তার বিধবা বোনের মালিকানাধীন বাইক ভাড়ায় চালাতেন। আসামি মিরাজও ওই বাইক ভাড়া নিয়ে চালাত। শহিদের বাড়িতে যাতায়াতের সুবাদে মিরাজ তার বিধবা বোনকে কুপ্রস্তাব দেয়। এক পর্যায়ে শহিদুল ইসলাম ও তার বোন মিরাজকে বাইক ভাড়া দেয়া বন্ধ করে দেয়।
এ ঘটনার জের ধরে গত ১৩ ডিসেম্বর বিকালে বাড়ির সামনে বাগবিতণ্ডার একপর্যায়ে আসামিরা ছুরিকাঘাতে শহিদকে জখম করে। হাসপাতালে নেয়ার পরে শহীদ মারা যায়।
এ ঘটনায় নিহতের পিতা বশির আহম্মেদ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রাতেই ডিবি পুলিশ পাগলাদাহ গ্রামের মানিক জমাদ্দারের ছেলে ইয়াসিন হোসেন ওরফে ইরান ও আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ হোসেনকে আটক করে।