মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বর্ষায় জামা-কাপড়ের বাড়তি যত্ন

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১১ জুলাই,২০২৫, ১১:৫৮ পিএম
বর্ষায় জামা-কাপড়ের বাড়তি যত্ন

বর্ষাকালে স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে জামা-কাপড়ের যত্ন নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। পর্যাপ্ত রোদের অভাবে কাপড় ঠিকমতো না শুকানো এবং ভ্যাপসা গন্ধ হওয়া একটি সাধারণ সমস্যা। তবে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।


বর্ষাকালে পোশাকের যত্ন নেওয়াটা শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, বরং স্বস্তিরও বটে। এখানে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা আপনার কাপড়কে সতেজ ও গন্ধমুক্ত রাখতে সাহায্য করবে:

বর্ষায় কাপড় ধোয়ার সময় আরও বেশি সতর্ক থাকা উচিত। বৃষ্টি বা ঘামের কারণে কাপড়ে জীবাণু ও দুর্গন্ধ হতে পারে।

·         গরম পানিতে ভিজিয়ে রাখা: কাপড় ধোয়ার আগে অন্তত ৩০ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। এটি জীবাণু নাশ করতে সাহায্য করবে।

·         অ্যান্টিসেপটিক ব্যবহার: প্রয়োজনে পানিতে ডেটল বা স্যাভলনের মতো অ্যান্টিসেপটিক মিশিয়ে নিতে পারেন।

বর্ষায় সরাসরি রোদ না পেলেও হাওয়ার সংস্পর্শে কাপড় শুকানোর চেষ্টা করুন।

·         বাতাস চলাচল: কাপড় শুকানোর জন্য জানালার পাশে, বারান্দায় বা ফ্যানের নিচে কাপড় মেলে দিন, যাতে বাতাস ভালোভাবে চলাচল করতে পারে।

·         অতিরিক্ত পানি শোষণ: শুকনো তোয়ালে দিয়ে হালকা চাপ দিয়ে কাপড়ের অতিরিক্ত পানি শুষে নিন, এতে কাপড় দ্রুত শুকাতে সাহায্য করবে।

বর্ষাকালে ইস্ত্রি করা শুধু কাপড়ের চিপচিপে ভাব দূর করে না, বরং হালকা ভ্যাপসা গন্ধ দূর করতেও সহায়তা করে।

·         গন্ধ দূরীকরণ: বিশেষ করে হালকা কাপড়, শাড়ি বা জামা ইস্ত্রি করলে তা দীর্ঘসময় সজীব ও গন্ধহীন থাকে।

শুকনো কাপড় আলমারিতে রাখার আগে নিশ্চিত হয়ে নিন যে এটি পুরোপুরি শুকিয়েছে। সামান্য ভেজা থাকলেও গন্ধ তৈরি হতে পারে।

·         আলমারিতে সুগন্ধ: কাপড় রাখার স্থানে অল্প পরিমাণে কর্পূর, ল্যাভেন্ডার স্যাচে অথবা শুকনো তুলোয় পারফিউম স্প্রে করে রাখতে পারেন। এতে কাপড় সুগন্ধি ও সতেজ থাকবে।

ব্যবহারিক কিছু টিপস
·         ভেজা কাপড় একসাথে না রাখা: কাপড় ধোয়ার পর ভেজা অবস্থায় সেগুলো একসাথে স্তূপ করে রাখবেন না।

·         বাতাস চলাচল: প্রতি ২-৩ দিনে আলমারির দরজা খুলে কিছুক্ষণ বাতাস চলাচল করতে দিন।

এই টিপসগুলো মেনে চললে বর্ষাকালেও আপনার জামা-কাপড় সতেজ ও দুর্গন্ধমুক্ত থাকবে। এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কার্যকর মনে হয়?

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)