শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বসুন্দিয়া যুবলীগের সাবেক সভাপতি ইকবালের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি,২০২৬, ০৮:০২ পিএম
বসুন্দিয়া যুবলীগের সাবেক সভাপতি ইকবালের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল খাঁনসহ দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বসুন্দিয়া এলাকার রেজোয়ান খাঁন রেজোর স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামি হলেন মৃত সাত্তার আলী খাঁনের ছেলে ওলিয়ার রহমান খাঁন।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, সাহিদা বেগম আসামি ইকবাল খাঁনের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে ৬ শতক জমি ক্রয় করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। সম্প্রতি ইকবাল খাঁন দাবি করেন, জমিটি তাকে সঠিক ভাবে লিখে দেওয়া হয়নি এবং এজন্য আরও ২ লাখ টাকা দিতে হবে। টাকা দিতে অস্বীকার করলে ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে সাহিদা বেগম তাকে ২ লাখ টাকা প্রদান করেন।

অভিযোগে আরও বলা হয়, উক্ত টাকা নেওয়ার পরও ইকবাল হোসেন জমির সঠিক দলিল বুঝিয়ে দেননি। উল্টো জমির পূর্ণাঙ্গ দলিলের জন্য সাহিদা বেগমের কাছে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। দাবিকৃত চাঁদা না দেওয়ায় আসামিরা তার বাড়িঘর উচ্ছেদের হুমকি দেয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়ায় আসামিরা চরমভাবে ক্ষিপ্ত হয়ে সাহিদা বেগমের মেয়ে পারভীনকে মারপিট করে জখম করে। নিরুপায় হয়ে ভুক্তভোগী নারী আদালতের দ্বারস্থ হয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)