বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অপসংস্কৃতি ও ভিনদেশী কালচার কীভাবে ছড়ায়

আবু মুয়াজ মাসুম বিল্লাহ আবু মুয়াজ মাসুম বিল্লাহ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি,২০২৬, ০৮:৩৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি,২০২৬, ০৮:৪৫ পিএম
অপসংস্কৃতি ও ভিনদেশী কালচার কীভাবে ছড়ায়

সংস্কৃতি মানব জীবনের অপরিহার্য অঙ্গ। কোনো সংস্কৃতি যখন নিজেদের ধর্মীয় সংস্কৃতির প্রতিবন্ধকতার সৃষ্টি করে তখন তা অপসংস্কৃতি বলে চিহ্নিত হয়। এই অপসংস্কৃতির প্রভাবে জাতি তার নিজস্ব রীতিনীতি ধ্বংস করে ফেলে এবং তরুণ তরুণীরাও হয় বিপথগামী।

বর্তমান বিশ্বায়নের যুগে সংস্কৃতি আর একটি নির্দিষ্ট ভূখণ্ডে আবদ্ধ নেই। স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউব–ফেসবুকের মতো ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এক দেশের সংস্কৃতি মুহূর্তেই অন্য দেশে ছড়িয়ে পড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশসহ মুসলিম সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে—অপসংস্কৃতি বা ভিনদেশী কালচার কীভাবে ছড়িয়ে পড়ছে, এতে মিডিয়ার ভূমিকা কতটা, এবং এর ফলে আমাদের মুসলিম ও বাংলাদেশি সংস্কৃতি কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে?

অপসংস্কৃতি মূলত এমন কিছু আচরণ, চিন্তা ও জীবনাচরণকে বোঝায় যা একটি সমাজের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শালীনতার পরিপন্থী। এই অপসংস্কৃতি ছড়ানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম আজ মিডিয়া। ভারতীয় টেলিভিশন চ্যানেল, সিনেমা, সিরিয়াল, রিয়েলিটি শো এবং সাম্প্রতিক সময়ে পশ্চিমা ওটিটি কনটেন্ট, এসবের মাধ্যমে পোশাক, ভাষা, সম্পর্কের ধরন, প্রেম-ভালোবাসার প্রকাশ, এমনকি ধর্ম ও পরিবার সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে।

বিশেষ করে তরুণ প্রজন্ম মিডিয়াকে অনুসরণ করে নিজের পরিচয় গড়ে তোলে। যখন তারা প্রতিনিয়ত ভারতীয় বা পশ্চিমা কনটেন্ট দেখে, তখন অবচেতনভাবেই সেই সংস্কৃতিকে ‘আধুনিক’ ও ‘গ্রহণযোগ্য’ বলে মনে করতে শুরু করে। ফলে নিজেদের ঐতিহ্য, ইসলামী শালীনতা, পারিবারিক মূল্যবোধ এবং বাংলা সংস্কৃতির সুস্থ দিকগুলোকে তারা পিছিয়ে পড়া বা সেকেলে মনে করে।

বাংলাদেশে ভারতীয় মিডিয়ার প্রভাব অত্যন্ত গভীর। ভাষার মিল, ভৌগোলিক নৈকট্য এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক আদান-প্রদানের কারণে ভারতীয় সিরিয়াল ও সিনেমা সহজেই আমাদের ঘরে ঢুকে পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, এসব কনটেন্টে এমন জীবনধারা ও মূল্যবোধ উপস্থাপন করা হয় যা আমাদের সামাজিক বাস্তবতা ও ইসলামী আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

অন্যদিকে পশ্চিমা সংস্কৃতি ব্যক্তিস্বাধীনতা, ভোগবাদ ও উন্মুক্ত সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে। মিডিয়ার মাধ্যমে যখন এসব বিষয় আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হয়, তখন তা মুসলিম সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ ইসলাম পরিবার, লজ্জাশীলতা, নৈতিকতা ও দায়িত্ববোধকে বিশেষ গুরুত্ব দেয়।

মিডিয়া কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজ গঠনের একটি শক্তিশালী হাতিয়ার। তাই মিডিয়ার একটি বড় সামাজিক দায়বদ্ধতা রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায়, দর্শকসংখ্যা, রেটিং ও মুনাফার চাপে অনেক মিডিয়া প্রতিষ্ঠান তাদের এই দায়িত্ব ভুলে যায়। তারা এমন কনটেন্ট তৈরি করে যা দ্রুত জনপ্রিয় হয়, যদিও তা দীর্ঘমেয়াদে সমাজের জন্য ক্ষতিকর।

মিডিয়ার দায়বদ্ধতা হওয়া উচিত-সমাজের নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা,পরিবার ও তরুণ সমাজকে ক্ষতিকর প্রভাব থেকে বাঁচানো,সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কনটেন্ট প্রচার করা।

কিন্তু এই দায়বদ্ধতা যথাযথভাবে পালিত না হলে অপসংস্কৃতি বিস্তারের পথ আরও প্রশস্ত হয়।

শুধু মিডিয়াকে দোষ দিলেই চলবে না; আমাদের নিজেদের দুর্বলতাও এখানে বড় কারণ। দেশীয় মানসম্মত কনটেন্টের অভাব, ইসলামী ও দেশীয় সংস্কৃতিকে আধুনিক ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে না পারা, এবং দর্শকদের সচেতনতার ঘাটতি। সব মিলিয়ে সমস্যাটি জটিল হয়েছে।

অনেক সময় আমরা নিজেরাই বিদেশি কনটেন্টকে অগ্রাধিকার দিই, দেশীয় কনটেন্টকে তুচ্ছ করি। এর ফলে প্রযোজক ও নির্মাতারাও নিরাপদ পথ হিসেবে বিদেশি সংস্কৃতির অনুকরণে কনটেন্ট তৈরি করতে উৎসাহিত হন।

এই প্রেক্ষাপটে নতুন ও দায়িত্বশীল মিডিয়া সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এমন মিডিয়া দরকার যা ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশি সংস্কৃতিকে ধারণ করে আধুনিক প্রযুক্তি ও গল্প বলার কৌশলে উপস্থাপন করবে।

ইসলামী নাটক, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেশন, ইউটিউব ও ফেসবুকভিত্তিক কনটেন্ট-এসবের মাধ্যমে তরুণদের কাছে সুস্থ ও গ্রহণযোগ্য বিকল্প তুলে ধরা সম্ভব। একই সঙ্গে মিডিয়া দর্শকদেরও সচেতন হতে হবে—কোন কনটেন্ট তারা দেখছে, সন্তানদের কী দেখাচ্ছে, এবং কোন সংস্কৃতিকে তারা সমর্থন করছে।

অপসংস্কৃতি ও ভিনদেশী কালচার ছড়িয়ে পড়ার পেছনে মিডিয়ার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। তবে এর সমাধান কেবল নিষেধাজ্ঞায় নয়, বরং বিকল্প সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন ।

লেখক: আলেমেদীন ও খতিব

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)