বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুরির অভিযোগে প্রেমিকপুরুষ কাসেদ শ্রীঘরে

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর,২০২৫, ০৮:৩৬ পিএম
চুরির অভিযোগে প্রেমিকপুরুষ কাসেদ শ্রীঘরে

❒ প্রতীকি ছবি:

প্রেমিকার ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি ওজনের সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়া প্রেমিক আবুল কাসেদকে আটক করেছে পুলিশ। আবুল কাসেদ লক্ষীপুর সদর উপজেলার চরমনি গ্রামের আবু তাহেরের ছেলে ও ঢাকার আশুলিয়া থানার গ/১৩ ডেইরি ফার্ম স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বুধবার ভোরে আশুলিয়ার বাসা থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় চুরি হওয়া স্বর্ণের গহনা।

মামলার অভিযোগে জানাগেছে, যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোড এলাকার আজিজুল ইসলামের মেয়ে আসমা খাতুনের সাথে ফেসবুকে পরিচয় আবুল কাসেদের। এরপর তারা নিয়মিত কথা বলতো। গত  ২০ অক্টোবর সকালে কাসেদ যশোরে আসেন তার সাথে দেখা করতে। আসমা খাতুন শহরের ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় ভাগ্নির বাড়িতে গিয়ে কাসেদের সাথে দেখা করেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে ভ্যানেটি ব্যাগ রেখে পাশের রুমে যান । রুমে গিয়ে আসমা খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে দেখেন কাসেদ ঘরে নেই এবং তার ভ্যানেটি ব্যাগের মধ্যে রাখা ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি সোনার বিভিন্ন প্রকার গহনা নেই। তার ফোন বন্দ পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি কোতয়ালি থানায়  মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আশরাফুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আবুল কাসেদের অবস্থান শনাক্ত করে আশুলিয়ার বাড়ি থেকে বুধবার ভোরে তাকে আটক করা হয়। এরপর তার ঘর তল্লাশি করে চুরি যাওয়া সোনার গহনার মধ্যে সোনার এক জোড়া চুড়ি, চারটি আংটি, একটি চেইন, একটি বেচলেট এবং দুই জোড়া কানের দুল উদ্ধার করে পুলিশ।   

গতকাল বিকেলে আটক আব্দুল কাসেদকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)