সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৪৯তম বিশেষ বিসিএসের ফলাফলে উত্তীর্ণ ১২১৯ জন

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর,২০২৫, ১১:৪৫ পিএম
৪৯তম বিশেষ বিসিএসের ফলাফলে উত্তীর্ণ ১২১৯ জন

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই পরীক্ষায় ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।  রোববার (১৯ অক্টোবর) রাত ১০টার পরে এই ফলাফল প্রকাশ করা হয়।

পিএসসির সূত্রে জানা গেছে, ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শুধু রাজধানী ঢাকাতেই এ পরীক্ষার কেন্দ্র ছিল। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী। তবে পরীক্ষায় অংশ নেন সেই সংখ্যার ৫৬ শতাংশ প্রার্থী।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। যুক্তিসংগত কারণে প্রয়োজন মনে করলে কমিশন ফল সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

পিএসসির দিকনির্দেশনা অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল এতে অংশ নিতে পারবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)