ধ্রুব ডেস্ক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেন চাকরিপ্রত্যাশীরা।
শুক্রবার এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এদিন দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা আজ বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এ পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
জানা যায়, দুপুরের দিকে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেন চাকরিপ্রার্থীরা। এমনকি ফাঁস হওয়া প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এরপরই এই নিয়োগ পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।