ধ্রুব সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব (১৮) নামের এক যুবককে সোমবার আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার তেতুঁলিয়া গ্রামে। আটক শিহাব জীবননগর পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন তেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলাম টেনার ছেলে।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, তার মেয়ে মাদ্রাসায় যাওয়ার পথে তেতুঁলিয়া গ্রামের শিহাবসহ আরও দুইজন তাকে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে ওই তিনজন বিজিবি ক্যাম্পের অদূরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তার গলায় কাঁচি ধরে সম্মানহানি করে। এ ঘটনায় তিনি জীবননগন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, মেয়ের পরিবারের পড়্গ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শিহাব নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।