ধ্রুব নিউজ
ঝিনাইদহের কালীগঞ্জে নদীর পানিতে লাফ দিয়ে নাঈম (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত দুইদিনে তার কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার ও মঙ্গলবার ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তন্ন তন্ন করে খঁজেও তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ শিশু কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের সবজি বিক্রেতা মহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা বলছে, সোমবার দুপুরে গোসল করতে বাড়ির পাশে ভৈরব নদের হাসিলবাগ ব্রিজের ওপর থেকে পানিতে লাফ দেয় নাঈম। এ সময় তার সাথে অন্য বন্ধুরা ছিল। সবাই পানি থেকে উঠে আসলে নিখোঁজ হয় নাঈম। পরে ঘটনাটি জানাজানির পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। খবর দেওয়া হয় কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে। তারাও উদ্ধার অভিযান শুরু করে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের খুলনার ডুবুরি দলকে। তারাও যোগ দেয় উদ্ধার অভিযানে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।