ধ্রুব রিপোর্ট
যশোর শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ হৃদয় হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটক হৃদয় হোসেন বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার হান্নান শেখের ছেলে। বর্তমানে তিনি ওই এলাকার শ্বশুর আব্দুর রাজ্জাকের বাড়িতে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার একটি টিম শহরের ষষ্ঠীতলা পাড়ার বসন্ত কুমার রোডে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে হৃদয়কে আটক করে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলা দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার সকালে পুলিশি পাহারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।