ধ্রুব রিপোর্ট
❒ ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই মাদক ব্যবসায়ী রোহিঙ্গা নারী। ছবি: ধ্রুব নিউজ
১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী রোহিঙ্গা নারীকে আটক করেছে যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকালে যশোর সদরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা সকিনা আক্তার ও শুকতারা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজারহাট বি.কে.সিটি এলাকায় অভিযান চালান। সময় সন্দেহজনকভাবে ওই দুই নারীকে আটক করা হয়। আটক দুইজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একজনের কাছ থেকে ৬ হাজার ও অপরজনের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেট গুলো তারা কক্সবাজার থেকে যশোরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।