ধ্রুব ডেস্ক
কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডার টপকিয়ে উল্টে গিয়েছে। য়া সময় বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি চান্দিনা উপজেলা এলাকায় সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৬) এবং ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে বিপরীতমুখী ঢাকামুখী একটি মাইক্রোবাসে আঘাত করে। এতে বাস উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, শুধুমাত্র সরকারি হাসপাতালে ৭ জন আহত রোগী চিকিৎসা নিতে আসেন।
তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হলেও, রাত ১২টা পর্যন্ত যানজট পরিস্থিতি চলছিল।
ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।