বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাদকের ভয়াল থাবা: তালতলিতে বাবার হাতে প্রাণ গেল ছেলের

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর,২০২৫, ০৯:০৫ পিএম
মাদকের ভয়াল থাবা: তালতলিতে বাবার হাতে প্রাণ গেল ছেলের

বরগুনার তালতলী উপজেলায় বাবাকে মারধরের এক পর্যায়ে পাল্টা ছুরিকাঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। মাদকের টাকা না পেয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের পিতা পলাতক আছেন। উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান তালতলী থানার ওসি মো. আসাদুর রহমান।

নিহত সফিক হাওলাদার (২৮) ওই এলাকার ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের (৫০) ছেলে।

নিহত সফিকের মা রাসেদা বেগম বলেন, “সফিক আমাদের একমাত্র সন্তান। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। অনেক চেষ্টা করেও তাকে নেশা থেকে ফেরানো যায়নি। মাদকের টাকা না পেলে প্রায়ই আমাদের মারধর করত। তিন বার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিলেও তার আচরণের পরিবর্তন হয়নি। মাদক সংক্রান্ত একটি মামলায় ৭ অক্টোবর কারাগারে যায় সফিক। পরে ১০ ডিসেম্বর জামিনে ছাড়া পায় সে।

তিনি বলেন, বাড়ি ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় সফিক মাদকের টাকার জন্য তার বাবার ওপর চাপ সৃষ্টি করেন। দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবাকে মারধর করেন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা হারুন মরিচ কাটা ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন। এতে সফিক অচেতন হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পরপর বাবা পালিয়ে যান ।

ওসি আসাদুর রহমানজানান খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । তিনি বলেন, “আমরা যতটুকু কাজ করেছি, হাসপাতালের তথ্যে। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)