বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে তানযীমুল উম্মাহ ও পিস ইন্টারন্যাশনাল স্কুলে বই উৎসব ও গ্র্যান্ড ওপেনিং

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : বৃহস্পতিবার, ১ জানুয়ারি,২০২৬, ১০:২০ পিএম
যশোরে তানযীমুল উম্মাহ ও পিস ইন্টারন্যাশনাল স্কুলে বই উৎসব ও গ্র্যান্ড ওপেনিং

নতুন বছরের প্রথম দিনে যশোরে উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ এবং ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ ও 'গ্র্যান্ড ওপেনিং' অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজ নিজ প্রতিষ্ঠান মিলনায়তনে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে এই উৎসব পালন করা হয়।

তানযীমুল উম্মাহ প্রি-ক্যাডেট শাখা

 তানযীমুল উম্মাহ যশোর প্রি-ক্যাডেট শাখার বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন শাখার তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম। তিনি বলেন, “মেধা আপনার সন্তানের, তা সঠিক পথে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, যারা জ্ঞানে-বিজ্ঞানে শ্রেষ্ঠত্বের পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলীতেও হবে অনন্য।”

তিনি আরও যোগ করেন, কোরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আদর্শ মানুষ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি। আধুনিক ও ধর্মীয় শিক্ষার মেলবন্ধন ঘটলে তবেই একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ

অপরদিকে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর শাখার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আহসান হাবিব ইমরোজ। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. সাফায়েত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আহসান হাবিব ইমরোজ বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মানসম্মত আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত করা। আমরা আরও আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল ও সচিব গাউসুল আজম। অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দিয়ে নতুন বছরের শুভকামনা জানান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)